সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ:
ভোক্তা-অধিকার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০২১-২০২২ অর্থবছরে ৭,৭৯০ টি লিফলেট, প্যাম্ফলেট ও ক্যালেন্ডার এবং ২০২২-২০২৩ অর্থবছরের ১০,০০০টি লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়েছে। ২০২৩-২০২৪ অর্থবছরে ১০,০০০টি লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়েছে।ভোক্তা-অধিকার বিরোধী কার্য প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর অধীনে কার্যালয়ের বাজার তদারকি টিম ২০২১-২০২২ অর্থবছরের ০১ জুলাই থেকে ৩০ জুন ২০২২ তারিখ পর্যন্ত ৯৬ টি বাজার অভিযানের মাধ্যমে ১১,৬৩,৫০০/- (এগারো লক্ষ তেষট্টি হাজার পাঁচশত) টাকা এবং ২০২২-২০২৩ অর্থবছরে ০১ জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ পর্যন্ত ১৩১ টি বাজার অভিযানের মাধ্যমে ১৫,৩৩,১০০/- (পনের লক্ষ তেত্রিশ হাজার একশত )টাকা এবং ২০২৩-২০২৪ অর্থবছরে ০১ জুলাই ২০২৩ থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত ১০১ টি বাজার অভিযানের মাধ্যমে ১৩,৭৪,৫০০/-(তের লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত ) টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে।বিগত ২০২১-২০২২ অর্থবছরের ০১ জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ তারিখ পর্যন্ত ০৮ টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে; যার মধ্যে ০২ টি অভিযোগ নিষ্পত্তি মাধ্যমে ৮,০০০/- (আট হাজার ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে; আদায়কৃত জরিমানার ২৫% হিসেবে অভিযোগকারীকে ২,০০০/- (দুই হাজার) টাকা প্রদান করা হয়েছে এবং ২০২২-২০২৩ অর্থবছরের ০১ জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ তারিখ পর্যন্ত ০৮ টি অভিযোগ করা হয়েছে; যার মধ্যে ০১ অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে এবং আদায়কৃত জরিমানার ২৫% হিসেবে অভিযোগকারীকে ১,২৫০/- (এক হাজার দুইশত পঞ্চাশ) টাকা প্রদান করা হয়েছে এবং ২০২৩-২০২৪ অর্থবছরের ০১ জুলাই ২০২৩ থেকে ৩০ জুন ২০২৪ তারিখ পর্যন্ত ১৩ টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে; যার মধ্যে ০২ টি অভিযোগ নিষ্পত্তি মাধ্যমে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে আদায়কৃত জরিমানার ২৫% হিসেবে অভিযোগকারীকে ১২,৫০০/-(বারো হাজার পাঁচশত) টাকা প্রদান করা হয়েছে।এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে । এছাড়াও গত ২০২১-২২ , ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থ বছরেরে ৩০ জুন ২০২৪ পর্যন্ত বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র, ব্যবসায়ী সমিতি ও বাজারে ৩৯ টি সচেতনতামূলকসভা আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে ভোক্তাগণ সহজে ই-মেইলের মাধ্যমে অভিযোগ দায়ের করছেন। জেলা ও উপজেলায় ১৫ মার্চ ২০২৪ তারিখে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উদযাপন করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস